ট্রান্সকম ‘মাইডিয়া’ ব্র্যান্ডের এসি বাজারজাত করবে

ট্রান্সকম ইলেকট্রনিকস এখন থেকে দেশে চীনের ‘মাইডিয়া’ ব্র্যান্ডের বাণিজ্যিক এসি (শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র) বাজারজাত করবে। এ জন্য মাইডিয়া ও ট্রান্সকমের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।