ডাইকিন এসি নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল জিবিইএস এশিয়া

শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্র্যান্ড ডাইকিন নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করল জিবিইএস এশিয়া। সম্প্রতি বিদ্যুৎ সাশ্রয়ী ভ্যারিয়েবল রেফ্রিজারেটর ভলিউম (ভিআরভি) প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এক সেমিনারের মাধ্যমে নতুন পণ্য পরিচয় করিয়ে দেয় হংকংভিত্তিক প্রতিষ্ঠানটি।